ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম

ভোলার দৌলতখান উপজেলায় সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন (৪৯) এবং ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুরের দিকে দৌলতখান থানাধীন ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে সরকার কর্তৃক জেলেদের সহায়তার গরু বিতরণের খবর সংগ্রহের জন্য সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথ ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছামাত্র স্থানীয় কাজী রাসেল (৪০), নিজাম কাজী (৬০), কাজী রাকিব (২৫) ও রিয়াজসহ (২৫) কয়েকজন সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং কেন ক্যামেরা নিয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথকে এলোপাতাড়ি ইট-পাটকেল মারাসহ ও গায়ে হাত তোলেন। 

এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিক নাসির উদ্দিন লিটন বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দৌলতখান থানায় হাজির হয়ে ঘটনাটি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনা জানতে পেরেছি। লিখিত অভিযোগ (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হামলার ঘটনায় লালমোহন উপজেলা জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এতে কঠোর শাস্তি প্রদানের দাবি জানানো হয়।

NJ
আরও পড়ুন