ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলা বাজার মাদ্রাসায় ফুটবল প্রতিযোগিতা

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার মাঠে প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলায় দশম শ্রেণি এক গোলের ব্যবধানে জয়লাভ করে এবং অষ্টম শ্রেণি রানার্সআপ হয়। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো, মতিউল ইসলাম বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন- সহ-সুপার মাওলানা মো. ছালেহ উদ্দিন, শিক্ষক মাওলানা এরশাদ উল্যাহ, মাহবুবুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন, আল এমরান, মো. হেলাল উদ্দিন, আবু তাহের, ফরিদা ইয়াসমিন, আনোয়ার হোসেন, রিয়াদ উদ্দিন প্রমুখ। খেলা পরিচালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম।

JMR
আরও পড়ুন