ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এক ইলিশের দাম ৬ হাজার টাকা!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক ইলিশ। দুই কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ নিয়ে হুলস্থুল আড়তে। বুধবার সকালে মহিপুরের মনোয়ারা মৎস্য আড়তে মাছটি ৬ হাজার ৯০ টাকায় বিক্রি হয়। এতে কেজিপ্রতি দাম দাঁড়ায় প্রায় ২ হাজার ৯০০ টাকা।

জেলেরা জানায়, সোমবার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি ধরা পড়ে। পরে মহিপুর আড়তে আনা হলে স্থানীয়দের ভিড় জমে যায় মাছটি একনজর দেখতে।

ক্রেতা ছগির আকন জানান, সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটি আড়তে নিয়ে আসেন। তখন এক লাখ ১৬ হাজার টাকা মণ হিসেবে ৬ হাজার ৯০ টাকায় তিনি মাছটি ক্রয় করেন। তিনি বলেন, “দাম যা-ই হোক, এমন বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা খবর সংযোগকে বলেন, “বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। এমন বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। নিয়ম মেনে মাছ ধরা হলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে বড় ইলিশ ধরা পড়বে।”

JMR
আরও পড়ুন