বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহরবাদ লালমোহন চরভূতা ইউনিয়ন বাহাদুর চৌমুহনী জামিয়া ওসমানিয়া কাওমি মাদ্রাসায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও আহ্বায়ক মো. শহিদুল ইসলাম হাওলাদারের উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিতি ছিলেন- লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চয়েত, সাবেক যুগ্ম আহ্বায়ক মো.শফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী, যুবদলের সভাপতি কবির হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মিয়া, রমাগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি জসিম মাস্টার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মো. মিলন হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আহসান হাবীব জুয়েল, মো. শিশির ও মো. আরিফ হোসেন সাওার প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা বশিরউল্লা কাসেমী। মোনাজাত শেষে মাদ্রাসার এতিম শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।
