ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বানারীপাড়ায় ট্রলার দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম
বরিশালের বানারীপাড়ায় নদীতে যাত্রীবাহী ২ ট্রলারের সংর্ঘষে আ. মান্নান বেপারী (৮০) নামে একাত্তরের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
 
নিহত আ. মান্নান বেপারীর বাড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে। তবে নদী ভাঙনের শিকার হয়ে বর্তমানে তিনি সপরিবারে পাশের গরদ্বার গ্রামে বসবাস করতেন। 
 
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনীর, উপজেলার লবণসাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মো. লিয়াকত আলী ও বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান চোকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ৪ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাবেক বিডিআর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান বেপারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারে পূর্বপাড়ে বন্দর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা লাইনের যাত্রীবাহী বড় ট্রলারের সঙ্গে তাদের ট্রলারের সংর্ঘষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন।
 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরও কয়েকজন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হতাহতরা সবাই ছোট ট্রলারের যাত্রী ছিলেন। 
 
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, নিহত বীর মুক্তিযোদ্ধার পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
 
এদিকে ট্রলার দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান বেপারীর মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ্ আলম মিঞা, সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জুয়েল প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
NJ
আরও পড়ুন