ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালে পড়ে প্রাণ গেলো দেড় বছরের আফিফার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
বরিশালের বানারীপাড়ায় খালের পানিতে পড়ে আফিফা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনে এ ঘটনা ঘটে।
 
শিশু আফিফা বানারীপাড়া বন্দর বাজারের ঢাকাইযা মুদি দোকানের কর্মচারী ও পৌরসভার ২ নং ওয়ার্ডের ভাড়াটিয়া মো. অহিদের মেয়ে।
জানা গেছে, আফিফা তার মায়ের সঙ্গে উপজেলার খেজুরবাড়ি আবাসনে খালার বাড়িতে বেড়াতে গিয়ে আবাসন সংলগ্ন খালের পাড়ে বাঁধানো ঘাটলায় খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে খাল থেকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে আদরের শিশুকন্যা আফিফাকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। পরিবারে বইছে শোকের মাতম। এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
 
এদিন বাদ আসর খেজুরবাড়ি আবাসন মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সেখানে কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়।
NJ
আরও পড়ুন