লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই মর্মান্তিক ঘটনায় ঘরে ঘুমিয়ে থাকা ৮ বছরের শিশুকন্যা আয়েশা আক্তার সানজু দগ্ধ হয়ে মারা গেছে। আগুনে দগ্ধ হয়েছেন বাবা বেলাল চৌধুরী ও তার দুই কিশোরী মেয়ে। দগ্ধ দুই বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। ভুক্তভোগী বেলাল চৌধুরী ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কীটনাশক ব্যবসায়ী এবং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে টিনশেড ঘরটির দুটি দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বেলালের মা হাজেরা বেগম জানান, আগুন দেখে তিনি চিৎকার করে ঘরে ঢোকার চেষ্টা করলেও তালা থাকায় ব্যর্থ হন। বেলাল কোনোমতে দরজা ভেঙে বেরিয়ে আসতে পারলেও তিন মেয়ে ঘরে আটকা পড়ে। বেলালের স্ত্রী নাজমা দুই শিশু সন্তানকে নিয়ে জীবন বাঁচাতে সক্ষম হলেও বড় তিন মেয়ে অগ্নিদগ্ধ হয়। এদের মধ্যে ছোট মেয়ে সানজু ঘটনাস্থলেই মারা যায়।
গুরুতর দগ্ধ সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথীকে (১৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বেলাল নিজেও শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়েছেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে এক শিশুর মরদেহ এবং তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। তিনি একে সুপরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ ভাই নিহত
বিটিভির মহাপরিচালকের বাসভবনে অগ্নিসংযোগ