চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কেন্দ্রের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আইভ্যাক আরও জানিয়েছে, যেসব আবেদনকারীর ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের পরবর্তীতে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের আওতাধীন এই ভিসা সেন্টারে প্রতিদিন কয়েক হাজার মানুষ সেবা নিতে আসতেন। হঠাৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণায় বিশেষ করে চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভারত গমনেচ্ছু ভিসা প্রত্যাশীদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

DR/SN
আরও পড়ুন