ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আশুগঞ্জে ১৭৫ বোতল বিদেশি মদসহ আটক ২

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি পাজেরো জিপ গাড়ি ও ১৭৫ বোতল বিদেশি মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক হয়।

আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার চাষাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৫০) ও মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার মালির পাথর এলাকার মো. আবুল হোসেন মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৪৪)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবির বলেন, সকালে গোপন খবরের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি পাজেরো গাড়ির ভেতরে তল্লাশি করে ১৭৫ বোতল বিদেশি মদসহ আলমগীর ও বিল্লাল হোসেনকে আটক করা হয়। পাশাপাশি মদ ও পাজেরো গাড়ি জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

MMS
আরও পড়ুন