ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্লাহ শিবলীকে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে নৌবাহিনী।

আটককৃত ইউপি চেয়ারম্যানের তথ্যঅনুযায়ী তার ওছখালীস্থ বাসা থেকে ২৭৯ টি সিমকার্ড ও ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানান হাতিয়ায় অবস্থানরত নৌ-কন্টিনজেন্ট।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার শহর সুপার মার্কেট থেকে আটক করেন নৌবাহিনী। 

বুধবার (১১ সেপ্টেম্বর) পৌনে আটটার দিকে নৌবাহিনীর মিডিয়া দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে উপজেলার ৪ নং নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্লাহ শিবলীকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। জব্দকৃত ফোন এবং সিমকার্ডসমূহ ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।

ইউনিয়নের প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক  ভাতাসহ সরকারি যেসকল অর্থ বরাদ্দ আসে তার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো। জব্দকৃত মোবাইল ও সিমকার্ডসহ আটককৃত ইউপি চেয়ারম্যানকে পরে হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

MMS
আরও পড়ুন