ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বান্দরবানে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত

অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ-র অভিযুক্ত সন্ত্রাসী নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সেনা সদস্যরা বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ-র অভিযুক্ত সন্ত্রাসী নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা অভিযান এখানও চলছে রয়েছে বলেও জানায় আইএসপিআর।

AHA
আরও পড়ুন