সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. কাউসার ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নির্যাতিত শিক্ষকেরা, স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।
শনিবার (১৫ নভেম্বর) সকালে সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম।
তিনি বলেন, মো. কাউসার যুবদলের নাম ভাঙ্গিয়ে একটি সন্ত্রাসী বাহিনীর সিন্ডিকেট তৈরি করে এলাকায় ভূমি দস্যুতা, বালু সন্ত্রাসী, চাঁদাবাজি ও মব সৃষ্টি করে নিরহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকার লোকজন ফুঁসে উঠছে।
তিনি আরও বলেন, ওই সন্ত্রাসীরা একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের তালাবদ্ধ করে অফিস রুমে অবরুদ্ধ করে রাখে। পরে সোনারগাঁও থানা পুলিশ শিক্ষকদের উদ্ধার করছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জামান ভূঁইয়া লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, অ্যাড.আনোয়ার হোসেন, অ্যাড.আলামিন শাহ, সাদীপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক মো. ইব্রাহিম মিয়া, যুবদল নেতা আওলাদ হোসেনসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে অনতিলম্বে তাদের বিচার করতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী, নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নানের কাছে জোর দাবী জানিয়েছেন প্রতিবাদকারীরা।
গাজীপুরে দাম্পত্য কলহে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আহত
বিচারকের ছেলেকে হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে