ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে শিশু ও বৃদ্ধাসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও পাঁচ জন।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫), একই উপজেলার হরিপুর গ্রামের পাভেল মিয়া (৩০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার এক বছরের মেয়ে রাইছা। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি পিকআপ এসে গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে তিন গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু ও বৃদ্ধা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন।
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত