ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ:

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সলিমপুর ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নের বিএনপিসহ ১২টি সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরীর নির্দেশে কমিটিগুলো বিলুপ্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা বিএনপি।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কমল কদর ও সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সলিমপুর ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো-ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন বলেন, বিজয় দিবসের দিনেও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরোধ প্রকাশ্যে উঠে এসেছে। প্রকাশ্যে মারামারির ঘটনায় সলিমপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তারা।

এর আগে গতকাল দুপুরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে উপজেলার ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয় এলাকায় সলিমপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের বাড়ি।

MN
আরও পড়ুন