ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধ পরিকর: সিইসি

জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে নির্বাচন কমিশন।

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন।

তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে নির্বাচন কমিশন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি এবং কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রতিক্রিয়া নিয়ে সিইসি বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আসছে। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি। তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

ভোটার তালিকা নিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, আশা করছি মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের মতবিনিময় সভা চলছে।

এর আগে, সকাল সাড়ে ৯টায় সিইসি এএমএম নাসির উদ্দিন কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান।

বেলা সাড়ে ১১ থেকে দুপুর আড়াই পর্যন্ত মতবিনিময় সভা শেষে সিইসি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করবেন। এ দুই পুরাকীর্তি ও সংরক্ষণশালা পরিদর্শন শেষে বুধবার ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করার কথা রয়েছে।

RA/KK
আরও পড়ুন