ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কক্সবাজারে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, বৈদ্যুতিক ফাঁদে মারা পড়ল হাতি

বন বিভাগের লামা রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে বৈদ্যুতিক ফাঁদের তার পাওয়া গেছে। সেগুলো বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৯ পিএম

কক্সবাজারের লামায় তামাকক্ষেতের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আক্রমণকারী এক হাতি মৃত্যু হয়েছে। এ সময় হাতির পালের আক্রমণে ফরিদুল আলম নামে এক কৃষক নিহত হন।

সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর বিচাইন্নারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর রাস্তার মাথা দিয়ে উচিতারবিল এলাকার পাশের পাহাড়ি গ্রাম কুমারীর বিচাইন্নারছড়া এলাকার পাহাড়ের ঢালুতে বেশির ভাগই তামাক ক্ষেত। তেমনি একটি ক্ষেতের মালিক ফরিদুল আলম।

সোমবার রাতেই মৃত হাতি ও তার সঙ্গীদের আক্রমণে কৃষক ফুরিদুল আলম মারা যান।  নিহত ফরিদুলের তামাকখেতের পাশে একটি ডোবার পাড়ে একটি বৈদ্যুতিক ফাঁদ বসানো হয়েছে। সেই ফাঁদের পাশে হাতির মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

বন বিভাগের লামা রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে বৈদ্যুতিক ফাঁদের তার পাওয়া গেছে। সেগুলো বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।

এছাড়া চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে খবর দেয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে পৌঁছালে ময়নাতদন্ত শুরু হবে। প্রতিবেদন হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

RA
আরও পড়ুন