রাঙামাটির মানিকছড়িতে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় পৌনে দুই ঘন্টা পর যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম মো. কাজল বাসু (১৮)।
মৃত যুবক কাজল মানিকছড়ির মৃত আব্দুস সালামের সন্তান।
এরআগে বেলা পৌনে এক’টার সময় মানিকছড়িস্থ মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে সাতাঁর কাটতে কাটতে পুকুরের মাঝখানে পানির নীচে তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে খোঁজার চেষ্টা চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়।
স্থানীয়রা রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা দুইটার সময় ফায়ার সার্ভিসের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। এসময় ডুবুরিরা ডুবে যাওয়া কাজল বাসু নিথন দেহ উপরে তুলে আনে।
