ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাজেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমনে নিরুৎসাহিত করা হলো।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টায় সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২০ থেকে ১৪০টি (দোকান,রেস্টুরেন্ট রিসোর্টসহ বসত ঘর) স্থাপনা পুড়ে ছাই হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনী, বিজিবি'র প্রচেষ্টায় বিকেল পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এবং যোগাযোগের দূর্গমতার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

MMS
আরও পড়ুন