ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিশু ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মশাল মিছিল

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:৩৩ পিএম

দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধীদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৯ মার্চ) রাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্যেগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রধান ফটক থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- মেহরুন নেসা মুনিয়া, রেহনা বুশরা, তানিশা, ফাহিমা প্রমুখ। এসময় বক্তারা সম্প্রতি আছিয়ার উপর চালানো নির্মম বরবরতার সাথে জড়িতদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির দাবী জানান।

MMS
আরও পড়ুন