ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রামুতে চোরাচালান বিরোধকে কেন্দ্র করে গুলিতে নিহত ১

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

কক্সবাজারের রামুর কাউয়ারখোপে গরু চোরাচালান নিয়ে বিরোধকে কেন্দ্র করে গুলাগুলিতে মোঃ নবী নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। 

ঈদের দিন (৩১ মার্চ সোমবার) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় সীমান্ত ফাঁকি দিয়ে আসা গরু টানার বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে গুলাগুলির ঘটনায় তিনি ঘটনাস্থলে নিহত হন বলে জানা যায়। নিহত মোঃ নবী পার্শবর্তী এলাকা পশ্চিম গনিয়াকাটার মৃত আলী আকবরের পুত্র। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, নিহত মোঃ নবীর চাচাত ভাইয়েরা (মো: হাছন,মো: হাছন, সানী, হামিদ, পিতা: মৃত আলী আহমদ) গরু টানাটানির বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটায়। 

রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, ইতিপূর্বে বিষটি নিয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

MMS
আরও পড়ুন