ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

হাতিয়ায় কাজীর বাজার মাছ ঘাটের নিরাপত্তার দাবিতে মানববন্ধন 

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৪:৫০ পিএম

নোয়াখালীর হাতিয়ায় কাজীর বাজারের জেলে ও ব্যবসায়ীদের জীবন-জীবিকার উৎসস্থল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়। এসময় তারা মাছ ঘাটের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।

রোববার (১৫ জুন) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাজীর বাজার মৎস্য ঘাটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রায় দুই হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

কর্মসূচিতে বক্তব্য দেন মৎস্য ব্যবসায়ী ওছমান গনি, নাজিম উদ্দিন ও নাসির উদ্দিন এবং জেলে সম্প্রদায়ের প্রিয়লাল মাঝি, ভীষ্মের জলদাস ও মালতি বালা জলদাস প্রমুখ। 

কাজীর বাজার বেড়ীবাঁধের উপর এ মানববন্ধনে বক্তারা বলেন, যুগযুগ ধরে তারা এ এলাকায় মৎস্য আহরণ ও ব্যবসার সাথে জড়িত। এ মাছ ঘাট তাদের জীবন-জীবিকার সাথে সম্পৃক্ত। ঘাটের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু মাটি দেওয়া হচ্ছিল কিন্তু একটি অসাধুচক্র তাতে বাঁধা দিচ্ছে। 

তারা বলেন, চক্রটি এ ঘাটের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করে প্রশাসনকে ভুল বুঝাচ্ছে। এজন্য তারা উপজেলা ও থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, কিছু বহিরাগত চাঁদাবাজ আমাদের এ রুটি-রুজির একমাত্র ব্যবসা ঘাট বন্ধের পায়তারা করছে, আমরা সরকারের সহযোগী চাই।

মৎস্য ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, পাঁচ-ছয় হাজার মানুষ আজ তাদের জীবন-জীবিকার প্রয়োজনে রাস্তায় নেমেছে। তিনি বলেন, বহিরাগত যারা এ ঘাটের সাথে কোনো ভাবে সম্পৃক্ত নয়। তারা এ ঘাটের বিরুদ্ধে লেগেছে, প্রশাসনকে ভুল বুঝাচ্ছে। আমরা দলবল নির্বিশেষে প্রশাসনের সহযোগিতা চাই।

প্রিয়লাল মাঝি বলেন, এখানে আশি শতাংশ মানুষ জেলে। আমরা যেন নিরাপদে মিলেমিশে মৎস্য ব্যবসা চালাতে পারি, প্রশাসনের কাছে সেই সহযোগিতা চাই।

এসময় নিরাপদে বাঁচতে চাই প্রশাসনের সহযোগিতা চাই, মৎস্য ঘাটের নিরাপত্তা চাই, প্রশাসনের সহযোগিতা চাই ইত্যাদি স্লোগান দিয়ে মৎস্য ঘাট এলাকায় মিছিল করেন তারা।

AA/AHA
আরও পড়ুন