ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেডসহ ৭ ড্রেজার জব্দ

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার দুর্গাপুর গ্রাম এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ধরে বাল্কহেড ও  ড্রেজারগুলো  জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টের পেয়ে ড্রেজার ও বাল্কহেডের চালক ও মালিকরা পালিয়ে যায়। জব্দ করা মেসার্স আবির ট্রেডার্স, আবাবিল ড্রেজিং প্রকল্প, সাকিব সাব্বির লোড ড্রেজার, আতিবা আদিবা লোড ড্রেজার, আল্লাহ সর্ব শক্তিমান ড্রেজার, গাউসিয়া লোড ড্রেজার, জোন শাহ ড্রেজার নামক ৭টি ড্রেজার এবং জিয়া এন্ড সাব্বির এন্টারপ্রাইজ নামক ১টি বাল্কহেড নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া। এ সময় আশুগঞ্জ থানা পুলিশের  ও ভৈরব থানার নৌ পুলিশ সদস্যের একটি অভিযানিক দল সাথে ছিল।

NJ/SN
আরও পড়ুন