ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামালের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাঁশখালীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বুধবার বিকেলে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলনে গণহত্যা চালানো আওয়ামী লীগের পদবীধারী একজন ইউপি চেয়ারম্যান বাঁশখালীতে বহাল থাকায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। ছাত্র-জনতা ফ্যাসিবাদের দোসর এই ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানায়।’

সমাবেশে বক্তব্য রাখেন- মোহাম্মদ জাকের মিয়া, মো. শওকত, নুরুল ইসলাম, লেদু মিয়া, এছলাছ উদ্দীন সুমন, মো. ইলিয়াছ, শামীম ইসলাম হৃদয়, নুরুল আলম, জামাল উদ্দিন সিকদার, মোহাম্মদ সিহান প্রমুখ।

JMR
আরও পড়ুন