৫ বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছে নৃত্যশিল্পী মো. জিয়ামিনের। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম মেড্ডা (মৌবাগ) এলাকার বাসিন্দা মো. জিয়ামিনের বাড়িতে গত দুইদিনে ফুটেছে ৯টি নাইট কুইন। গত বৃহস্পতিবার রাতে ৩টি ও শুক্রবার রাতে ৬টি নাইট কুইন ফুল ফোটে তার বারান্দার টবে।
জীবন্ত অর্থাৎ শিশুদের পুতুল সাজিয়ে নাচে অংশগ্রহণ করিয়ে ভাইরাল হওয়া মো. জিয়ামিন জানান, ২০২০ সালে করোনাকালীন সময়ে ফয়সাল নামে তার এক ছোট ভাইয়ের বাসা থেকে পাতা এনে বাসার বারিন্দার টবে লাগান। সেই থেকে অপেক্ষা। বাড়তি কিছু যত্নও নিয়েছেন গাছের। এতদিন অপেক্ষার পর গাছে ফুল ফোঁটায় তিনি আনন্দিত। খবর পেয়ে অনেকেই দেখতে আসছেন।
বিষয়টি তিনি বেশ উপলব্ধি করছেন। সূর্যাস্তের পর একটু একটু করে ফুটতে শুরু করে। গভীর রাতে সম্পূর্ণ প্রস্ফুটিত হয়। ভোরের আগে শুকিয়ে যায় ফুলটি। অসাধারণ মিষ্টি সুবাসের এ ফুল কেবল একটি রাত অন্ধকারের মধ্যে গাছ আলো করে থাকে। এটিই নাইট কুইন বা রাতের রাণী। নিশিপদ্ম বলেও ডাকা হয়।
ফুলটি ফোটার জন্য অপেক্ষা করতে হয় ৩-৪ বছর। জুলাই মাসের প্রথম দিক থেকে নভেম্বর মাস নাগাদ ফুলটি ফোঁটে। তবে সাধারণত বর্ষার সময়ে এ ফুল ফোঁটে বেশি।
তিনি আরো জানান, ছাদেও তার ফুলের বাগান রয়েছে। সেখানে বিভিন্ন প্রকার ফুলের গাছ রয়েছে। ফুলের বাগান তার শখ, সেই শখ থেকেই বিভিন্ন ফুলের গাছ এনে বাড়িতে লাগানো হয়।
রাফ্লেশিয়া: পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় ফুল