ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
কুমিল্লার মুরাদনগরে মো. মিনহাজ উদ্দিন (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। 
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় দিকে মুরাদনগরে নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত মো. মিনহাজ উদ্দিন উপজেলার ২নং আকুবপুর ইউনিয়ন পীর কাশিমপুর গ্রামের উত্তর পাড়া শিক্ষক আনোয়ার হোসেন ছেলে। 
 
নিহতের স্ত্রী সোমাইয়া আক্তার ও নিহত মিনহাজের বড় ভাই মঈন আহমেদ বলেন, মিনহাজ এমএ পাশ। তার আমেরিকার যাওয়ার জন্য কাগজপত্র তৈরি হয়ে এসেছে। আমেরিকার যাওয়ার প্রস্তুতি চলছিল। মিনহাজের কপালে একটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে কাঁটাতার বেড়া আছে। হয়তো ওই বেড়ায় আঘাত লেগে কপাল কেটে থাকতে পারে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন মিনহাজ। রাতে এশার নামাজের পরও মিনহাজ বাসায় না ফিরলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাত ১১টার দিকে বাড়ির কাছেই একটা পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়।
 
এ ঘটনায় পরিবারের সদস্যরা সন্দেহ করেছেন, তাকে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে ফেলে রেখে গিয়ে থাকতে পারে।
 
বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত মিনহাজের কপালে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে সারা শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। রাতেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
NJ
আরও পড়ুন