খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে থেকে চেঙ্গী স্কয়ার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামীকাল ভোর ৫টা থেকে পরদিন রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলায় সড়ক অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়।
এদিন খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে শাপলা চত্বর হয়ে ভাঙা ব্রিজ ঘুরে চেঙ্গী স্কয়ারে এসে শেষ হয়। পরে মহাসমাবেশ শুরু হয়। সদর উপজেলা ছাড়াও জেলার সব উপজেলা থেকে কয়েক হাজার ছাত্রছাত্রীসহ নানান বয়সী মানুষ মহাসমাবেশে অংশ নেন।
উক্যনু মারমার সভাপতিত্বে এতে বক্তব্য দেন- সাধারণ শিক্ষার্থী কৃপায়ণ ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা, ওয়াবাই মারমা, সচিব চাকমা, বাগীস চাকমা, অংসাই মারমা, অংসুই মারমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়-সমতল সব জায়গাই কোনো বয়সের নারীই নিরাপদ নন। বিচারহীনতার কারণে আজ এ অবস্থা। প্রশাসন কঠোর থাকলে এমন হতো না। ঘটনার ৩ দিনেও দুই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ২৭ জুন খাগড়াছড়ি সদরের এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হলেও মামলার দুজন আসামিও এখনো গ্রেপ্তার হননি। এভাবে আসামিরা পার পেয়ে যাওয়ার কারণে পাহাড়ে বারবার এ ধরনের ঘটনা ঘটছে।
তারা আরও বলেন, ২ আসামিকে গ্রেপ্তারের দাবিতে আগামীকাল ভোর ৫টা থেকে পরদিন রোববার সকাল ৬টা পর্যন্ত জেলায় সড়ক অবরোধ পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে হরতালসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
এদিকে সমাবেশ শেষ করে ফেরার পথে বিক্ষুব্ধরা সেনাবাহিনীর টহল গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে গাড়ি ভাংচুর ছাড়াও রক্তাক্ত হয় সেনা সদস্য।

এ সময় জুম্ম ছাত্র-জনতা’ আন্দোলনের সংগঠক কবিতা চাকমা বলেন, মঙ্গলবার আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়েছেন। আমরা তার বিচারের দাবিতে সমাবেশ করছি। পার্বত্য চট্টগ্রামে ঘটা প্রতিটি ধর্ষণের বিচার করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ির সদর উপজেলার এক স্কুলছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছেন আরও ২ আসামি।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা শহরে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা’।

