ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লামায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম
বান্দরবানের লামা সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করেছেন স্থানীয়রা।
 
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
 
আটকরা হলেন- বান্দরবান সদরের উজুমুখ হেডম্যান পাড়ার ছোরি মং মার্মার ছেলে বোক্য মার্মা (৩৪), আলীকদম রেফারফাড়ি চৈক্ষং ইউনিয়নের ১নং ওয়ার্ড মেনওয়াই ম্রোংয়ের ছেলে মেনযুক মোং (৩৫) ও রাঙামাটি কাপ্তাই থানার রায়খালি ইউনিয়নের বাসিন্দা অংথোয়াই প্রু মার্মার ছেলে মংচিং থোয়াই মার্মা (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গঝিরি এলাকাসহ সরই ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ঘটনার রাতে তারা আবারও চাঁদাবাজির উদ্দেশ্য ওই এলাকায় জড়ো হলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে এবং ৩ চাঁদাবাজকে আটক করতে সক্ষম হন। পরে তাদের লামা থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
 
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, চাঁদাবাজি করার সময় স্থানীয়রা ৩ জনকে আটক করে পুলিশে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা চলমান।
NJ
আরও পড়ুন