ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নবীনগর পৌর শহরে অসহনীয় যানজট, বাড়ছে ভোগান্তি 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরে দিনদিন বাড়ছে যানজটের তীব্রতা। সীমিত সড়ক আর অনুমোদিত সংখ্যার চেয়ে চারগুণ বেশি ইজিবাইক চলাচলের কারণে প্রতিদিনই নাকাল হচ্ছে পৌরবাসী।

‎পৌরসভার তথ্য অনুযায়ী, শহরে আনুমানিক ৮৪০টি ইজিবাইক ও ৫০০টি ব্যাটারিচালিত অটোরিকশা চলার অনুমতি থাকলেও প্রতিদিন সদরবাজার ও আশপাশের সড়কে ২ হাজারেরও বেশি অটোরিকশা চলাচল করছে। ফলে রাস্তায় তৈরি হচ্ছে অসহনীয় যানজট।

‎দেখা গেছে, অদক্ষ চালকদের বেপরোয়া আচরণ, যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল ও অস্থায়ী দোকান- সব মিলিয়ে শহরের স্বাভাবিক চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সালাম রোড, ডাকবাংলো সড়ক, কোর্ট রোড, আলিয়াবাদ গোলচত্বর ও ভোলাচং মোড়ে তীব্র যানজট দেখা যায়।

‎চাকরিজীবী নাসরিন আক্তার বলেন, যানজটের কারণে প্রায়ই অফিসে দেরি হয়। গৃহিণী রুমা আক্তার জানান, যেখানে-সেখানে ইজিবাইক দাঁড়িয়ে থাকার কারণে হাঁটা-চলাও কষ্টকর হয়ে পড়েছে।

‎স্থানীয় ব্যবসায়ী আবুল বাসার মুন্সি মনে করেন, শহরের কেন্দ্র থেকে অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে প্রান্তিক এলাকায় নিলে সমস্যা অনেকটাই কমবে।

‎পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলছে। শিগগিরই যানজট নিরসন হবে বলে আশা করছি।

‎স্থানীয়দের মতে, পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা, নির্দিষ্ট পার্কিং জোন ও ট্রাফিক পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে নবীনগর শহর আবারও চলাচলযোগ্য হয়ে উঠবে।

NJ
আরও পড়ুন