পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ১১ বিজিবির নিয়মিত টহল দল অধিনায়ক লে. কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েসের নেতৃত্বে এসব গরু জব্দ করতে সক্ষম হয়।
নাইক্ষংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা যায়নি। সীমান্ত পথে গরু চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে।
ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং থাকবে। জব্দকৃত বার্মিজ গরু সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে ২/১ দিনের মধ্যে নিলাম দেওয়া হবে।
নাইক্ষংছড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধভাবে বাংলাদেশে আসছে চোরাই গরু। অভিযোগ রয়েছে, স্থানীয় ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব গরু প্রবেশ করছে। তাই এসব প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে মন্তব্য করেন এই বিজিবি কর্মকর্তা।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত