চট্টগ্রামের সিইপিজেড এলাকায় তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ছয় ঘণ্টা পার হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার কিছু পর লিংক রোডের সাত তলা ওই ফ্যাক্টরির ৫, ৬ ও ৭ম তলায় আগুন লাগে।
ঘটনার খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এবং বর্তমানে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী।
কারখানাটি অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির মালিকানাধীন। এখানে তোয়ালে, ক্যাপ এবং হাসপাতালের সার্জিক্যাল গাউনসহ নানা চিকিৎসা সামগ্রী তৈরি করা হতো।
আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনও জানা যায়নি। তবে কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক আবদুস সুবাহান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেয়া হয়েছে, তাই কারও হতাহত হওয়ার খবর নেই।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. জাহাংগীর জানান, আগুনে কারখানার স্থায়িত্ব হুমকির মুখে। এখনো পর্যন্ত কোনো শ্রমিক আটকে পড়ার তথ্য পাওয়া যায়নি।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, ভবনে প্রায় ৫০০ জন শ্রমিক কর্মরত ছিলেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় পাশের একটি টিনশেড ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি না হলেও কারখানার বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নজরে রেখেছে প্রশাসন।
চট্টগ্রামে কারখানায় আগুন, সবাইকে নিরাপদে বের করা হয়েছে: ফায়ার সার্ভিস
চট্টগ্রামে কারখানায় আগুন: আটকে পড়া ২৫ শ্রমিক উদ্ধার