নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছেন ভাঙন কবলিত স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার চানন্দী ইউনিয়ন দরবেশ বাজার এলাকার নদীর তীরে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় ভাঙ্গন কবলিত নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত একযুগ ধরে হাতিয়ার উত্তর পাড়ে মেঘনা নদীর ভাঙনে ১৫ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০টি বাজার, অর্ধশতাধিক বিদ্যালয় ও মসজিদ-মাদরাসাসহ শতাধিক স্থাপনা নদীতে তলিয়ে গেছে।
এ সময় স্থানীয়রা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা ও ব্লক নির্মাণসহ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
৩০০ কোটি টাকার বেড়িবাঁধ সাগরে বিলীন, আতঙ্কে এলাকাবাসী