ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে ট্রেনিং দেওয়া হচ্ছে: ডিআইজি পলাশ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
নির্বাচন সামনে রেখে পুলিশ সব রকম প্রস্তুতি সম্পন্ন করছে জানিয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেছেন, নির্বাচনে পুলিশের দায়িত্ব পালন নিয়ে সদস্যদের ট্রেনিং দেওয়া হচ্ছে।  
 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা পুলিশ লাইনে কয়েকটি স্থাপনার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
ডিআইজি পলাশ বলেন, ভোটে কেউ ঝামেলা করতে পারবে না। সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকার সবগুলো ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে বেশি জোরদার করা হবে। সবাই নিরাপদে ভোটকেন্দ্রে ভোট দিতে পারবে। যদি কোথাও কোন অনিয়ম হয় তাহলে ভোট বাতিল করে দেওয়া হবে।
 
পরে তিনি পুলিশ লাইনে সদস্যদের জন্য নির্মিত মোটরসাইকেল পার্কিং গ্যারেজ ও জিমনেসিয়ামের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
NJ
আরও পড়ুন