বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় রাজার মাঠ থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরি।
এ সময় বক্তব্য রাখেন- বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ন আহ্বায়ক মজিবুর রশিদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, আবদুর মাবুদসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা।
আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস