ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘোষণার পর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন শারমীন আক্তার জাহান।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নড়াইলের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণার পর দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো নারী প্রশাসক পেলো জেলাটি। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম জেলা প্রশাসক ছিলেন মো. নিজাম উদ্দিন।
এদিকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি প্রায় এক বছর দুই মাস ব্রাহ্মণবাড়িয়াতে দায়িত্ব পালন করেন। দিদারুল আলম বিসিএস (প্রশাসন) এর-২৪ ব্যাচের কর্মকর্তা এবং নবাগত জেলা প্রশাসক শারমীন জাহান বিসিএস (প্রশাসন) এর-২৫ ব্যাচের কর্মকর্তা।
এদিকে শারমীন জাহানকে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশ মুখ আশুগঞ্জে স্বাগত জানান সেখানকার ইউএনও, অ্যাসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তারা।
পিরোজপুরে নতুন জেলা প্রশাসক আবু সাঈদ