শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কমে যাওয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে পুনরায় ফেরি পারাপার শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ায় দৃষ্টিসীমা কমে যায়। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এতে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে যাত্রী ও চালকদের ভোগান্তি এড়াতে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে গেলে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে পুনরায় ফেরি চলাচলের ঘোষণা দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল ১০টা ৪৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
