মেক্সিকোতে ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম

৬ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল। ভূমিকম্পের সময় সংবাদ ব্রিফিংয়ে থাকা দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সতর্কবার্তা শুনে দ্রুত হলকক্ষ ত্যাগ করেন। তবে প্রাথমিক খবর অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্যমতে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। পর্যটন শহর আকাপুলকো থেকে এই এলাকাটি ৯২ কিলোমিটার দূরে অবস্থিত।

ঘটনার সময় প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম তার সরকারি বাসভবন 'ন্যাশনাল প্যালেসে' সাংবাদিকদের সঙ্গে নির্ধারিত ব্রিফিংয়ে অংশ নিচ্ছিলেন। হঠাৎ ভূমিকম্পের সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠলে প্রেসিডেন্ট, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে যান।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর প্রেসিডেন্ট পুনরায় ব্রিফিংয়ে ফিরে আসেন। তিনি জানান, ভূমিকম্পের পরপরই তিনি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে যোগাযোগ করেছেন।

শিনবাউম বলেন, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত এখন পর্যন্ত মেক্সিকো সিটি, গুয়েরেরো বা দেশের অন্য কোথাও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মেক্সিকো ঐতিহাসিকভাবেই ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ার কারণে সেখানে অত্যাধুনিক সতর্কবার্তা ব্যবস্থা চালু রয়েছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করে বলে মনে করা হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন