ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসে এবারো শতভাগ পাশ

আপডেট : ১২ মে ২০২৪, ০৮:০১ পিএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাশসহ ৯৯.৬৬% জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস্। এমন চমকপদ ফলাফলে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বসিত আনন্দিত।  

রোববার (১২ মে) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হওয়ার পর পরই বিদ্যালয় প্রাঙ্গণে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডে ভালো স্থান দখল করে নিয়েছে একাধিকবার। এ বছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় ২৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্য ২৯৪ জন জিপিএ ৫ এবং একজন ৪.৯৪ জিপিএসহ শতভাগ পাশ করে। জিপিএ ৫ এর হার ৯৯.৬৬ শতাংশ। 

এমন সফলতার সংবাদে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা স্কুল ক্যাম্পাসে ছুটে আসেন। আবদুল কাদির মোল্লা বলেন, ভালো ফলাফলের পিছনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এই সফলতা নরসিংদীবাসীর জন্য উৎসর্গ করলাম। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে বিশ্বাস করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমন হোসেন বলেন, আমাদের এই সফলতার পেছনের মূল কারিগর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার সঠিক দিক নির্দেশনা এবং শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় সম্ভব হয়েছে।

তিনি বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় আমরা ঢাকার রাজউক, ভিকারুননিসা, আদমজী ক্যান্টনমেন্ট’র মত নামিদামি স্কুলকে পেছনে ফেলে দেশ সেরা ফলাফল করতে পেরেছি। আগামীতেও আমাদের এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। 

MHR/SA
আরও পড়ুন