ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আগুনে পুড়ে ১৩ গরুর মৃত্যু, খামারির স্বপ্ন পুড়ে ছাই

আপডেট : ১২ জুন ২০২৪, ০১:২৯ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলার চান্দেরচর বাজারে আগুনে পুড়ে ১৩টি গরু ও প্রায় ১০ লক্ষ টাকার মুরগি মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ জুন) দিনগত রাত ৩টার দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিচরের চান্দেরচর বাজারের খামারি মিলন মুন্সীর খামারে মঙ্গলবার রাত ৩টার দিকে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় খামারে থাকা ১৩টি গরু পুড়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা। এছাড়াও প্রায় ১০ লক্ষ টাকার মুরগি পুড়ে মারা যায়। 

সংবাদ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রনে আনে এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত খামারি মিলন মুন্সী জানান, এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই প্রায় ১০ লাখ টাকার মুরগি ও ১৩টি গরু আগুনে পুড়ে মারা গেছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুই দুঃখজনক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

AHA/WA
আরও পড়ুন