‘ঢাকা থেকে সব বড় বড় সাংবাদিক ম্যানেজ করেই এসেছি, সব ঠিক হয়ে যাবে’ এমন কথা বলেননি বলে দাবি করেছেন ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। তিনি বলেন, কে বা কারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে লায়লা কানিজ উপস্থিত হলে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি পরবর্তী সময়ে সংবাদে সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন।
এর আগে ছাগলকাণ্ডে ১৪ দিন পর জনসম্মুখে এলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে কিছু মিডিয়া লায়লার এমন বক্তব্য প্রকাশ করলে বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
লায়লা কানিজ লাকি বলেন, গত ২৭ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদে উপস্থিত হয়ে কাজকর্ম শেষে কারও সাথে কোনো প্রকার বাক্য বিনিময় ছাড়াই গাড়িতে করে গন্তব্যে ফিরি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডে বিতর্কিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলের ঘটনায় গা ঢাকা দেন লায়লা কানিজ লাকী। সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন তিনি। পান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা।
