ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপালগঞ্জের ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় ছাত্রলীগ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে। উক্ত শোভাযাত্রা পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
 
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এসময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যায়।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ছাত্রলীগের নেতার্মীদের ছত্রভঙ্গ করা হয়নি। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে, এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।
 
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্রদের শোভাযাত্রা করতে বাধা দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
HK/AS