ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে পুড়ল শিশু

আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে এলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ।

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ এএম

গাজীপুরের টঙ্গীতে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মিরাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সাতটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু মিরাজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। রিকশাচালক খোরশেদ পরিবারসহ টঙ্গীর দত্তপাড়ায় লতা বেগমের ভাড়া বাড়িতে বসবাস করতেন।

নিহতের স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পেশায় রিকশাচালক মিরাজের বাবা খুরশিদ আলম টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে শিশু মিরাজ দাদির সঙ্গে রাতের খাবার শেষে তাদের নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে এলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।

টঙ্গি পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

SN/KK
আরও পড়ুন