ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্ব ইজতেমা পরিচালনা করবে শুরায়ী নেজামেপন্থীরা  

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি নির্বিঘ্ন করতে ওলামা মাশায়েখ বাংলাদেশ তাদের পূর্ব ঘোষিত ২৫ জানুয়ারির ওলামা সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার উত্তরার ডিয়াবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন ওলামা মাশায়েখ বাংলাদেশের নেতা আল্লামা উবাইদুল্লাহ ফারুক।

বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতী নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারীসহ শীর্ষ নেতৃবৃন্দ।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, সিদ্ধান্তটি বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিদেশি মেহমানরা ইজতেমায় অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসতে শুরু করেছেন।

এবারের বিশ্ব ইজতেমা শুরায়ী নেজামের তত্ত্বাবধানে দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার মাঠ প্রস্তুতিতে তাবলীগ জামাতের সদস্য এবং ধর্মপ্রাণ মুসল্লিরা কাজ করে যাচ্ছেন। সারাদেশ থেকে অসংখ্য মুসল্লি এই আয়োজনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

ওলামা মাশায়েখ বাংলাদেশের নেতা মুফতি কেফায়েত উল্লাহ আজহারী বলেন, আমরা দেশবাসী ও বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করে দ্বীন ও দুনিয়ার কল্যাণ হাসিল করার জন্য। ইজতেমার সফল আয়োজন নিশ্চিত করতে আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিশ্ব ইজতেমা উপলক্ষে শুরায়ী নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

MMS
আরও পড়ুন