গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি। এছাড়া সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ‘এটা শুধু হামলা নয়, গাজীপুরের জনগণের প্রতি আক্রমণ। হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।’
তারা অভিযোগ করে বলেন, ‘সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের রগ কাটা বাহিনীরাই পরিকল্পিতভাবে ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত হামলাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কঠোর আন্দোলন করব।’
আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর শাখার নেতাকর্মীরা সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ৯টার দিকে নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
হামলায় আহতদের সবাইকেই প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা