ইজতেমায় মুসল্লির মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৯ পিএম

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০মিনিটের দিকে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে আহসানউল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত দিদার তরফদার খুলনার লবনচরা থানার বাঙ্গালগলি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত তৈয়ব আলী তালুকদার। তিনি খুলনা জেলা (খিত্তা-৪১) থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসেছিলেন।

ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, রাতের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা মুসল্লিরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানিয়েছেন, ইজতেমা ময়দানে তার জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নিয়েছেন।

AHA
আরও পড়ুন