গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় হ্যাগ নিট ওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলরত যানবাহন ও যাত্রীরা দুর্ভোগে পড়েন।
অবরোধের প্রায় আধ ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ তিন মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। এর মধ্যে ঈদও সামনে চলে এসেছে, অথচ এখনো বেতন ও বোনাসের কোনো নিশ্চয়তা নেই। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও সময়মতো বেতন পরিশোধ করছে না।
শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘আমরা প্রতিদিন কাজ করি, অথচ তিন মাস ধরে কোনো টাকা পাইনি। ঈদের আগে পাওনা না পেলে আমরা আরও বড় আন্দোলনে যাব।’
শ্রমিক জাকির মিয়া বলেন, ‘কারখানার মালিকরা আমাদের কষ্ট বোঝেন না। আমরা না খেয়ে থাকলেও তারা চিন্তিত নন। যদি দ্রুত বেতন-বোনাস না পাই, তাহলে কাজ করব কীভাবে?’
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তাদের বেতন-বোনাস দ্রুত পরিশোধের ব্যবস্থা নিতে কাজ করা হচ্ছে, যাতে ঈদের আগে তারা পাওনা বুঝে পান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
