ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুধ দিয়ে গোসল করলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:৪২ এএম

জা‌মি‌নে মু‌ক্তি পে‌য়ে গোলাপের পাপ‌ড়ি মেশা‌নো দুধ দি‌য়ে গোসল করলেন নি‌ষিদ্ধ ঘো‌ষিত রাজবাড়ী জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশা‌দ। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হ‌য়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রা‌তে সামাজিক যোগা‌যোগ মাধ‌্যমে দুধ দি‌য়ে গোসল করার ৫১ সে‌কে‌ন্ডের ওই ভি‌ডিওতে দেখা গেছে, এক নারী সাইফুল ইসলাম এরশাদ‌কে মগ দি‌য়ে বাল‌তি থে‌কে দুধ উঠি‌য়ে মাথায় ঢে‌লে গোসল করা‌চ্ছেন। এ সময় পাশ থে‌কে অন‌্যদেরকে কথা বল‌তেও শোনা যায়। 

জানা‌ গে‌ছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মো‌ড়ে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় চল‌তি বছ‌র ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগা‌রে যান সাইফুল ইসলাম এরশাদ। গত ২৫ মার্চ জা‌মি‌নে মু‌ক্তি পে‌য়ে ২৬ মার্চ বাড়ি‌তে গি‌য়ে দুধ দি‌য়ে গোসল ক‌রেন।

এব্যাপারে সাইফুল ইসলাম এরশাদ ব‌লেন, মিথ‌্যা ও হয়রা‌নিমূলক মামলায় আমা‌কে গ্রেপ্তার ক‌রে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছিল। মা মানত করেছিলেন কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে আসলে দুধ দিয়ে গোসল করাবেন। তাই গত ২৬ মার্চ  মামলা থে‌কে জা‌মিন পেয়ে বাড়িতে আসলে মা আমাকে দুধ দিয়ে গোসল করান। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদ‌র্শে আমরা রাজনী‌তি ক‌রে‌ছি। মিথ‌্যা ও হয়রা‌নিমূলক মামলায় কেউ বিভ্রান্ত হ‌বেন না।

RA/AHA