শেখ হাসিনা পালিয়ে বেঁচে গেছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতারা। তারা বলেন, আমাদের জন্য এক ঝুড়ি লজ্জা রেখে গেছেন। আমাদের জন্ম গোপালগঞ্জে, এখন পরিচয় দিতে লজ্জা করে। যদি সম্ভব হতো তাহলে পরিচয় পাল্টে ফেলতাম। শনিবার (১৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় এসব কথা বলেন দলের নেতারা।
নেতারা বলেন, শেখ হাসিনা ছিলেন ভারতের দালাল। দীর্ঘ ১৭ বছর আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি। গোপালগঞ্জের মাটি ভিজেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারের রক্তে। এবার সেই গোপালগঞ্জেই বিএনপি ব্যালট যুদ্ধে ব্যাপক ভোটে সরকার নির্বাচন করবে ইনশাআল্লাহ।
কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাসির আহমেদ মোল্লা, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা বাবু।
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দাড়াসহ দলীয় নেতাকর্মীরা।
