ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুকসুদপুরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪ নেতা দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
 
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মহেশতলী বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা যৌথভাবে লিখিত ঘোষণা পাঠ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন- ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের মানবসম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফিরোজ তালুকদার, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিমল কির্তনীয়া, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইলিয়াস খান ও ননীক্ষীর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজিত মৌলিক।
 
লিখিত বক্তব্যে তারা জানান, আমরা আওয়ামী লীগের স্ব-স্ব পদ থেকে আজ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না।
NJ
আরও পড়ুন