নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে ধরে সুলেখা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রব মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুলেখা পার্শ্ববর্তী কলাগাছিয়া নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে। তিনি ৪ কন্যা সন্তানের জননী।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত কয়েকদিন ধরে সুলেখা বেগমের সঙ্গে ঝগড়া চলছিল রব মিয়ার। এর জেরে বুধবার সকালে সুলেখাকে গলা কেটে হত্যা করে সে। পরে ঘরের দরজা বন্ধ করে রাখে। এসময় প্রতিবেশীরা জানালা দিয়ে গলাকাটা অবস্থায় নিহতের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নিহতের স্বামী রব মিয়াকে আটকসহ রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করর।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান আড়াইহাজার থানার ওসি।
