ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরে হত্যাচেষ্টা মামলা

আপডেট : ০৫ মে ২০২৫, ০৬:৪৩ পিএম

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হত্যার চেষ্টা মামলা দায়ের হয়েছে। 

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টায় গাজীপুর মহানগরের বাসন থানায় গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ মো.শাহীন খান।

তিনি বলেন,  আমরা অভিযোগ পেয়েছি এবং মামলা গ্রহণ করেছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। 

রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালায় মুখোশধারীরা। দুর্বৃত্তরা যখন হাসনাত আবদুল্লাহর গাড়িটিতে হামলা চালায়, তখন তিনি গাড়িতে ঘুমিয়ে ছিলেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।

FJ
আরও পড়ুন